Header Ads

৫ টাকার উপহার' মূলত একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ।

 আসসালামুয়ালাইকুম 

💠আজ থেকে অনেক দিন আগে আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে একটি পরিকল্পনা করি যেটি হলো আমরা গরিব অসহায়দের সাধ্যমত সহযোগিতা করবো কিন্ত ওটা একটা সংগঠন মোতাবেক যেখানে অনেক সদস্য থাকবে সবাই কাজ করবে কিন্ত সময়ের পরিস্থিতি ঐ সময় আমরা কাজটা করতে পারিনিই তাই প্রায় দীর্ঘদিন পর আমরা পুনরায় আমাদের কার্যক্রম চালিয়ে নেয়ার উদ্যোগ গ্রহণ করেছি। প্রত্যেকে প্রতিদিন ৫ টাকা করে জমিয়ে এবং প্রতিমাসে সেই টাকাগুলো একত্রিত করে কোন অসহায় পরিবার বা পথশিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করবো ইনশাআল্লাহ। 


💠আমাদের এই সংগঠনের নাম " ৫ টাকার উপহার"। আমরা প্রত্যেকে প্রতিদিন নূন্যতম ৫ টাকা করে সঞ্চয় করবো ( এর বেশি কেও দিতে চাইলে কোন সমস্যা নেই) এবং মাস শেষে আমরা প্রত্যেকের টাকা গুলো একত্রিত করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষগুলোর কাছ থেকে ৫ টাকা নিয়ে এর বিনিময়ে উপহার সামগ্রী প্রদান করবো। এভাবে প্রতি মাসব্যাপী আমাদের ধারাবাহিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশা আল্লাহ। 


💠 ঠিকই পড়েছেন, ৫ টাকার উপহার। আসলে বর্তমানের এই যুগে যেখানে ৫ টাকার মূল্যায়ন নেহাৎই নগন্য। সেখানে মাত্র ৫ টাকার বিনিময়ে (বিশেষ বিবেচনায় বিনামূল্যে) অসচ্ছল, কর্মক্ষমতাহীন,সাহায্যপ্রার্থী, পথশিশু অর্থাৎ তথাকথিত নিম্ন আয়ের মানুষদের হাতে এক বেলার খাবার তুলে দিচ্ছি আমরা। 


💠 ৫ টাকার উপহার' মূলত একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন এবং এর সদস্যদের প্রতেকেই স্বেচ্ছাসেবক/স্বেচ্ছাসেবিকা। আপনারা যদি কেও " ৫ টাকার উপহার " এর সদস্য হতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনি আমাদের সদস্য হবার পর মাস শেষে আপনি আপনার জমানো টাকাগুলো আমাদের বিকাশের মাধ্যমে পাঠিয়ে দিবেন। অথবা আপনার এলাকায় যদি আপনি কাউকে উপহার সামগ্রী প্রদান করতে চান তাহলে আমরা আলোচনা করে আপনার নিকটেও আমরা আমাদের জমানো টাকাগুলো বিকাশের মাধ্যমে পাঠিয়ে দিব ইনশা আল্লাহ। এভাবে প্রতি মাসব্যাপী দেশের বিভিন্ন স্থানে আমরা আমাদের উপহার সামগ্রী পৌঁছে দিব ইনশা আল্লাহ। 


💠 পরিশেষে আমরা প্রত্যাশা করি আপনারা সকলেই " ৫ টাকায় উপহার " এর সদস্য হবার ইচ্ছা পোষণ করবেন,আমাদের সহযোগিতা করে পাশে থাকবেন এবং আমাদের সকলের জন্য প্রার্থনা করবেন। ইনশা আল্লাহ আমি বিশ্বাস করি আপনাদের সহযোগিতা,উৎসাহ, অনুপ্রেরণা এবং আন্তরিক দোয়া আমাদের কাজের গতিকে আরো অনেক দূর নিয়ে ।

ধন্যবাদ ❤️


আমাদের সোশ্যাল লিংক 👇


1️⃣ ইউটিউব চ্যানেল:-

https://youtube.com/channel/UChPwKFUKP3iBWsxS7CA_fEQ


2️⃣ ফেসবুক প্রোফাইল:-

https://www.facebook.com/profile.php?id=100071820422362


3️⃣ ফেসবুক গ্রুপ:-

https://www.facebook.com/groups/giftof5rupees/


4️⃣ ফেসবুক পেইজঃ

https://www.facebook.com/gift5rupees/

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.