Header Ads

সেলফিন (Cellfine) কি? কি কি করা যাবে “সেলফিন” অ্যাপ দিয়ে?

 মোবাইল ব্যাংকিং বিষয়ে আমরা সবাই কমবেশি জানি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটিও অনেকে জানে হয়তবা কেউ কেউ এখনো জানেন না যে, সেলফিন (Cellfine) কি? মূলত যারা জানেন না সেলফিন কি তাদের জন্য আজকের পোস্টটি শেয়ার করা হচ্ছে। 


ইসলামী ব্যাংক গ্রাহকদের জন্য এটি একটি মিনি ব্যাংক শাখা হিসাবে ব্যবহার করা যেতে পারে। কি না করা যায় এখানে; ব্যাংক একাউন্ট খোলা, ব্যালেন্স ট্রান্সফার করা, স্টেটমেন্ট দেখা, বিল পরিশোধ করা, চেকের জন্য আবেদন করা ইত্যাদি সবই করা যাবে মোবাইলের মাধ্যমে। শুধু তাই নয় ব্যাংকিং এর বহু সুবিধা রয়েছে ইসলামী ব্যাংকের এই অ্যাপটিতে।

What is Cellfine: সেলফিন কি?

ইসলামী ব্যাংকের একটি ডিজিটাল ওয়ালেট সেবার নাম কিংবা মোবাইল ওয়ালেট অ্যাপসের নাম হচ্ছে সেলফিন। স্মার্টফোন ব্যবহারকারীরা এই সেবার মাধ্যমে ইসলামী ব্যাংকের ডিজিটাল সুবিধা গ্রহণ করতে পারবেন।

Cellfine

কি কি করা যাবে সেলফিন দিয়ে

ইসলামী ব্যাংক ডিজিটাল ওয়ালেট “সেলফিন” দিয়ে যে সকল সেবা উপভোগ করতে পারবেন তা নিম্নরুপ-

·         ইসলামী ব্যাংকের ডিজিটাল ওয়ালেট সার্ভিস একাউন্ট খুলতে পারবেন নিজে নিজেই।

·         যে কোন ভিসা/মাস্টার কার্ড/ ভিসা কিংবা ক্রেডিট/ডেবিট কার্ড দিয়ে টাকা যুক্ত কিংবা ট্রান্সফার করতে পারবেন সহজেই।

·         সেলফিন টু সেলফিন মানি রিকোয়েস্ট পাঠানোর সুবিধা উপভোগ করতে পারবেন।

·         সেলফিন টু এমক্যাশ/ এমক্যাশ টু সেলফিন টাকা এড এবং টাকা ট্রান্সফার সুবিধা ।

·         রেমিট্যান্স / স্পট ক্যাশ এর টাকা সরাসরি গ্রহণ করা যাবে।

·         যে কোন ডিজিটাল ওয়ালেট ফান্ড ট্রান্সফার করা যাবে সহজেই।

·         যে মোবাইল অপারেটরের টপ আপ সুবিধা গ্রহণ।

·         ই-কমার্স পেমেন্ট সুবিধা (কিউ আর কোড/ অনলাইন গেটওয়ে)।

·         ইন্সট্যান্ট ব্যাংক স্টেটমেন্ট সুবিধা।

·         ইউটিলিটি বিল পরিশোধ।

·         যে ব্যাংকের মাস্টার/ভিসা কার্ডের বিল পরিশোধ।

·         স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি পরিশোধ।

·         যে কোন প্রতিষ্ঠানের বেতন-ভাতা প্রদান কিংবা গ্রহণ করা যাবে সহজেই।

·         ভার্চুয়াল/ কার্ডবিহীন টাকা উত্তোলন করা যাবে।

·         এটিএম বুথ, এজেন্ট ব্যাংকিং আউটলেট, মোবাইল ব্যাংকিং আউটলেট কিংবা যে কোন ব্রাঞ্চ অথবা সাবব্যাঞ্চ থেকে টাকা উত্তোলন সুবিধা পাওয়া যাবে।

Cellfin সম্পর্কে বিস্তারিত জনুন

বিস্তারিত জানতে ব্যাংকের যে কোন শাখায় কিংবা এজেন্ট ব্যাংকিং/ বুথ ব্যাংকিং এ যোগাযোগ করুন। কাস্টমার কেয়ার কল সেন্টার: ১৬২৫৯ এ ফোন করে জেনে নিতে পারেন। এছাড়া ব্যাংকের ওয়েবসাইটেও বিস্তারিত জানতে পারবেন।




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.