Header Ads

📣🔴🔊🇧🇩একটি জরুরী নোটিশ🇧🇩🔊🔴📣

📣🔴🔊🇧🇩একটি জরুরী নোটিশ🇧🇩🔊🔴📣

বাংলাদেশ থেকে ওয়ার্ক ভিসা হোল্ডারদের মালদ্বীপ এ আসার ক্ষেত্রে মালদ্বীপ সরকার ঘোষিত নিম্ন বর্ণিত নিয়মাবলী অনুসরণ করতে হবে। 
১। শুধুমাত্র যাদের মেয়াদসহ ওয়ার্ক ভিসা রয়েছে তারা আসতে পারবেন। ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে মেয়াদ বৃদ্ধির জন্য আপনার কোম্পানির সাথে যোগাযোগ করুন ।
২। ফ্লাইট এর সর্বোচ্চ ৭২ ঘন্টা পূর্বে পিসিআর ভিত্তিক করোনা নেগেটিভ টেষ্ট সার্টিফিকেট থাকতে হবে।
৩। যাদের করোনা ভ্যাকসিন নেয়া সম্পূর্ণ হয়েছে (ফুল ডোজ) এবং এর পর ১৪ দিন অতিবাহিত হয়েছে তাদেরকে মালদ্বীপ সরকার নির্ধারিত হোটেল/স্থানে ৭দিন কোয়ারেন্টিন করতে হবে। 
৪। যারা করোনা ভ্যাকসিন গ্রহন করেননি বা ডোজ সম্পূর্ণ করেননি তাদেরকে মালদ্বীপ সরকার নির্ধারিত হোটেল/স্থানে ১৪ দিন কোয়ারেন্টিন করতে হবে।
৫। বিমানের টিকেট নেয়ার পূর্বে কোয়ারেন্টিন বুকিং করে অনলাইনে arrivals.heoc@health.gov.mv এর মাধ্যমে মালদ্বীপ এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। 
৬। ফ্লাইট এর ২৪ ঘন্টা পূর্বে মালদ্বীপ ইমিগ্রেশন https://imuga.immigration.gov.mv/ এর ওয়েবসাইটে আপনার তথ্য আপলোড করতে হবে। 
৭। কোয়ারেন্টিন ও টেস্ট এর সম্পূর্ণ খরচ আপনার কোম্পানি অথবা আপনাকে বহন করতে হবে। 
৮। কোয়ারেন্টিন এর বিষয়ে আপনার কোম্পানির সাথে যোগাযোগ করুন। কোম্পানির অনুমোদিত কোয়ারেন্টিন ব্যবস্থা থাকলে তারা কর্তৃপক্ষের নিকট হতে আপনার কোয়ারেন্টিনের অনুমতি নিতে সহায়তা করবে।
৯। মালদ্বীপ কর্তৃপক্ষ কর্তৃক কোয়ারেন্টিন এর জন্য ইতিমধ্যে 1. Beehive hotel, 2. Three Inn
3. White Harp হোটেল কে অনুমোদন দেয়া হয়েছে। অনলাইনে হোটেল গুলিতে বুকিংয়ের জন্য যোগাযোগ করা যাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.