Header Ads

মোহাম্মদ নাজমুল হাসান আজ মালদ্বীপের ইকনোমিক ডেভেলপমেন্ট মিনিস্ট্রির মাননীয় মন্ত্রী জনাব ফাইয়াজ ইসমাইল মহোদয়ের সাথে মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন।

মান্যবর হাই কমিশনার রিয়ার এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান আজ মালদ্বীপের ইকনোমিক ডেভেলপমেন্ট  মিনিস্ট্রির মাননীয় মন্ত্রী  জনাব ফাইয়াজ ইসমাইল মহোদয়ের সাথে মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন। 
এসময় ডেপুটি মিনিস্টার মিজ মরিয়ম নাজিমা ও হাইকমিশনের প্রথম সচিব মোঃ সোহেল পারভেজ উপস্থিত ছিলেন।  আনডকুমেন্টেড কর্মীদের বৈধ করন (Regularisation), বাংলাদেশী কর্মীদের বেতন-ভাতা যথাসময়ে পরিশোধ, উপযুক্ত বাসস্থান ও চিকিৎসা সহ অন্যান্য  সুযোগ সুবিধা, বাংলাদেশ থেকে আগমনের ক্ষেত্রে কোয়ারেন্টিন ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। এছাড়া দুই দেশের মধ্যে বানিজ্যিক কার্যক্রম বৃদ্ধি সহ অন্যান্য দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ও আলোচনায় স্থান পায়।   মাননীয় মন্ত্রী করোনার কারনে বন্ধ থাকা বৈধকরন (Regularisation) এর জন্য যারা ইতিমধ্যে আবেদন করেছে তাদের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার সংকল্প ব্যক্ত করেন। তিনি  প্রবাসী কর্মীদের নায্য অধিকার নিশ্চিত করনে মালদ্বীপ সরকারের সার্বিক প্রচেষ্টা চালানোর আশ্বাস প্রদান করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.